Web Analytics

সৌদি আরব মক্কার পবিত্র গ্র্যান্ড মসজিদের চারপাশে ‘কিং সালমান গেট’ নামে এক বিশাল উন্নয়ন প্রকল্পের ঘোষণা দিয়েছে। ১ কোটি ২০ লাখ বর্গমিটারজুড়ে এ প্রকল্পে নামাজ, আবাসন, বাণিজ্যিক, সাংস্কৃতিক ও হোটেল সুবিধাসহ বহু উঁচু ভবন নির্মাণ করা হবে। একই সময়ে প্রায় ৯ লাখ মানুষ নামাজ আদায় করতে পারবে এমন ব্যবস্থা থাকবে। এই প্রকল্প বাস্তবায়নে ৩ লাখ মানুষের কর্মসংস্থান হবে। ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের তত্ত্বাবধানে রুয়া আল হারামাইন আল মাক্কি প্রতিষ্ঠান এটি বাস্তবায়ন করবে। ২০৩০ সালের মধ্যে ৩ কোটি হজযাত্রীকে স্বাগত জানানোর লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তা–নির্মিত ভিডিওতে দেখা গেছে, মক্কার পাশে আধুনিক সুউচ্চ ভবন মাথা তুলে দাঁড়িয়ে আছে।

18 Oct 25 1NOJOR.COM

সৌদি আরব মক্কার পবিত্র গ্র্যান্ড মসজিদের চারপাশে ‘কিং সালমান গেট’ নামে এক বিশাল উন্নয়ন প্রকল্পের ঘোষণা দিয়েছে

নিউজ সোর্স

মক্কা নগরী ঘিরে নতুন পরিকল্পনা সৌদির

সৌদি আরব মক্কার পবিত্র গ্র্যান্ড মসজিদের বাইরে একটি বিশাল সম্প্রসারণ প্রকল্পের ঘোষণা দিয়েছে। এ প্রকল্পের আওতায় নামাজ, আবাসন ও আতিথেয়তা সুবিধার জন্য পবিত্র স্থানের কাছাকাছি উঁচু টাওয়ার নির্মাণ করা হবে।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।