ডিএমপি কমিশনার সাজ্জাত আলী বলেছেন, রমজান ও ঈদ উপলক্ষে অনেক রাত পর্যন্ত ঢাকায় মার্কেট, শপিংমলগুলো খোলা থাকে। পুলিশ সংকটের ফলে রাজধানীর বিভিন্ন আবাসিক এলাকা, শপিংমল ও মার্কেটগুলোতে অক্সিলারি পুলিশ ফোর্স নিয়োগ দেওয়া হয়েছে। বেসরকারি এই নিরাপত্তা কর্মীরা মূলত ‘অক্সিলারি পুলিশ ফোর্স’ হিসেবে কাজ করবেন। তবে গ্রেফতার করার ক্ষমতাও থাকবে তাদের। ঢাকা মেট্রোপলিটন আইন অনুযায়ী তাদের নিয়োগ দেওয়া হয়েছে। তিনি তারাবির সময় বাসা ও ব্যবসা প্রতিষ্ঠানে নিরাপত্তা নিশ্চিত করার জন্য আহ্বান করেন।