শপিংমল-আবাসিক এলাকার নিরাপত্তায় অক্সিলিয়ারি ফোর্স, থাকছে গ্রেফতারের ক্ষমতা
ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, রমজান ও ঈদ উপলক্ষে অনেক রাত পর্যন্ত ঢাকা মহানগরীর মার্কেট, শপিংমলগুলো খোলা থাকে। তবে আমাদের পুলিশের স্বল্পতা রয়েছে। নিরাপত্তা নিশ্চিতে রাজধানীর বিভিন্ন আবাসিক এলাকা, শপিংমল ও মার্কেটগুলোতে অক্সিলারি পুলিশ ফোর্স নিয়োগ দেওয়া হয়েছে। বেসরকারি এই নিরাপত্তা কর্মীরা মূলত ‘অক্সিলারি পুলিশ ফোর্স’ হিসেবে কাজ করবেন। তবে গ্রেফতার করার ক্ষমতাও থাকবে তাদের।