সুনামগঞ্জ-১ ও সুনামগঞ্জ-৪ আসনের জামায়াত মনোনীত প্রার্থীরা শনিবার হাজারো মোটরসাইকেল নিয়ে পৃথক শোডাউন করেন। সুনামগঞ্জ-৪ আসনের প্রার্থী অ্যাডভোকেট মুহাম্মদ শামস উদ্দীন বিশ্বম্ভরপুরে সমাবেশে বলেন, জামায়াত ক্ষমতায় গেলে সন্ত্রাস ও চাঁদাবাজি চিরতরে নির্মূল করা হবে এবং অবহেলিত অঞ্চলগুলোকে উন্নত করা হবে। অন্যদিকে, সুনামগঞ্জ-১ আসনের প্রার্থী উপাধ্যক্ষ মাওলানা তোফায়েল আহমেদ খান তাহিরপুরে সমাবেশে বলেন, অতীতের সরকারগুলো দেশকে নিজেদের সম্পদ মনে করে লুটপাট করেছে। তিনি জনগণের অধিকার প্রতিষ্ঠা ও জবাবদিহিতার মাধ্যমে প্রকৃত পরিবর্তনের অঙ্গীকার করেন। উভয় সমাবেশে জেলা জামায়াতের শীর্ষ নেতারা উপস্থিত থেকে ‘দাঁড়িপাল্লা’ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।