Web Analytics

সুনামগঞ্জ-১ ও সুনামগঞ্জ-৪ আসনের জামায়াত মনোনীত প্রার্থীরা শনিবার হাজারো মোটরসাইকেল নিয়ে পৃথক শোডাউন করেন। সুনামগঞ্জ-৪ আসনের প্রার্থী অ্যাডভোকেট মুহাম্মদ শামস উদ্দীন বিশ্বম্ভরপুরে সমাবেশে বলেন, জামায়াত ক্ষমতায় গেলে সন্ত্রাস ও চাঁদাবাজি চিরতরে নির্মূল করা হবে এবং অবহেলিত অঞ্চলগুলোকে উন্নত করা হবে। অন্যদিকে, সুনামগঞ্জ-১ আসনের প্রার্থী উপাধ্যক্ষ মাওলানা তোফায়েল আহমেদ খান তাহিরপুরে সমাবেশে বলেন, অতীতের সরকারগুলো দেশকে নিজেদের সম্পদ মনে করে লুটপাট করেছে। তিনি জনগণের অধিকার প্রতিষ্ঠা ও জবাবদিহিতার মাধ্যমে প্রকৃত পরিবর্তনের অঙ্গীকার করেন। উভয় সমাবেশে জেলা জামায়াতের শীর্ষ নেতারা উপস্থিত থেকে ‘দাঁড়িপাল্লা’ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।