প্রেস সচিব শফিকুল আলম বলেন, মানবিক করিডোরের মাধ্যমে সাহায্য সরবরাহের বিষয়ে এখনো কোনও সিদ্ধান্ত হয়নি। এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে প্রাসঙ্গিক স্টেকহোল্ডারদের সঙ্গে সরকার পরামর্শ করবে। প্রেস সচিব লিখেছেন- আমরা স্পষ্টভাবে বলতে চাই যে সরকার জাতিসংঘ বা অন্য কোনও সংস্থার সঙ্গে তথাকথিত ‘মানবিক করিডোর’ নিয়ে আলোচনা করেনি। আমাদের অবস্থান হল- রাখাইন রাজ্যে যদি জাতিসংঘের নেতৃত্বে মানবিক সহায়তা থাকে, তাহলে বাংলাদেশ সরবরাহ সহায়তা প্রদান করতে ইচ্ছুক হবে। আরো লেখেন, রাখাইন রাজ্য একটি তীব্র মানবিক পরিস্থিতির মুখোমুখি হচ্ছে। আমরা উদ্বিগ্ন যে, দুর্ভোগ অব্যাহত থাকার ফলে রাখাইন থেকে বাংলাদেশে আরও মানুষের আগমন ঘটতে পারে। বর্তমান পরিস্থিতি বিবেচনা করে, রাখাইনে সাহায্য পৌঁছানোর একমাত্র কার্যকর পথ হল বাংলাদেশের মধ্য দিয়ে যাওয়া। বাংলাদেশ নীতিগতভাবে এই পথ দিয়ে সাহায্য পরিবহনে রসদ সহায়তা প্রদানে সম্মত।