Web Analytics
নাইজেরিয়ার নাইজার প্রদেশের পাপিরি গ্রামের সেন্ট মেরি’স ক্যাথলিক বোর্ডিং স্কুল থেকে গত মাসে অপহৃত ১০০ শিক্ষার্থীকে উদ্ধার করেছে দেশটির সেনা ও পুলিশ যৌথ বাহিনী। খ্রিস্টান সংগঠন ক্রিশ্চিয়ান অ্যাসোসিয়েশন অব নাইজেরিয়া (সিএএন) জানিয়েছে, ৭ ডিসেম্বর মুক্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা ২১ নভেম্বরের হামলায় অপহৃতদের অংশ ছিল। ওই হামলায় ২২৭ জন শিক্ষার্থী ও ১২ জন শিক্ষককে সশস্ত্র দুর্বৃত্তরা অপহরণ করে।

১৫ দিনের অভিযানে ১০০ জনকে উদ্ধার করা সম্ভব হলেও ১২৭ জন শিক্ষার্থী ও শিক্ষক এখনো নিখোঁজ রয়েছেন। সিএএন নাইজার শাখার প্রধান ড্যানিয়েল অ্যাটোরি জানান, সরকার এখনো কোনো তথ্য দেয়নি এবং নিখোঁজদের নিরাপদ প্রত্যাবর্তনের জন্য প্রার্থনা চলছে।

নাইজেরিয়ায় সাম্প্রতিক বছরগুলোতে সন্ত্রাসী হামলা ও অপহরণের ঘটনা বেড়েছে। আল-কায়েদা ও ইসলামিক স্টেট-প্রভাবিত গোষ্ঠীগুলো বিশেষ করে খ্রিস্টান শিক্ষা প্রতিষ্ঠান ও উপাসনালয়ে হামলা চালাচ্ছে। এর আগে ২০২৪ সালের মার্চে কাদুনা প্রদেশে একই ধরনের অপহরণের ঘটনা ঘটে।

Card image

Related Videos

logo
No data found yet!