Web Analytics

নাইজেরিয়ার নাইজার প্রদেশের পাপিরি গ্রামের সেন্ট মেরি’স ক্যাথলিক বোর্ডিং স্কুল থেকে গত মাসে অপহৃত ১০০ শিক্ষার্থীকে উদ্ধার করেছে দেশটির সেনা ও পুলিশ যৌথ বাহিনী। খ্রিস্টান সংগঠন ক্রিশ্চিয়ান অ্যাসোসিয়েশন অব নাইজেরিয়া (সিএএন) জানিয়েছে, ৭ ডিসেম্বর মুক্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা ২১ নভেম্বরের হামলায় অপহৃতদের অংশ ছিল। ওই হামলায় ২২৭ জন শিক্ষার্থী ও ১২ জন শিক্ষককে সশস্ত্র দুর্বৃত্তরা অপহরণ করে।

১৫ দিনের অভিযানে ১০০ জনকে উদ্ধার করা সম্ভব হলেও ১২৭ জন শিক্ষার্থী ও শিক্ষক এখনো নিখোঁজ রয়েছেন। সিএএন নাইজার শাখার প্রধান ড্যানিয়েল অ্যাটোরি জানান, সরকার এখনো কোনো তথ্য দেয়নি এবং নিখোঁজদের নিরাপদ প্রত্যাবর্তনের জন্য প্রার্থনা চলছে।

নাইজেরিয়ায় সাম্প্রতিক বছরগুলোতে সন্ত্রাসী হামলা ও অপহরণের ঘটনা বেড়েছে। আল-কায়েদা ও ইসলামিক স্টেট-প্রভাবিত গোষ্ঠীগুলো বিশেষ করে খ্রিস্টান শিক্ষা প্রতিষ্ঠান ও উপাসনালয়ে হামলা চালাচ্ছে। এর আগে ২০২৪ সালের মার্চে কাদুনা প্রদেশে একই ধরনের অপহরণের ঘটনা ঘটে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।