সম্প্রতি ফক্স নিউজের শন হ্যানিটিকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প ট্রাম্প জানিয়েছেন, ভারতও ওয়াশিংটনের পারস্পরিক শুল্কের আওতার বাইরে থাকবে না। ট্রাম্প জানান, ‘আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বলেছি, ‘আমরা পারস্পরিক শুল্ক চালু করব। আপনারা যা নেবেন, আমরাও তাই নেব।’ বিপরীতে মোদি এটা পছন্দ করেন না বলে জানালে ট্রাম্প পুনরায় তার অবস্থানে জোর দেন। ভারত আমদানিকৃত মার্কিন পণ্যে উচ্চ শুল্ক আরোপ করে থাকে। বিশেষ করে অটোমোবাইল খাতে। যেখানে ১০০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করা হয়। এই সময়ে ট্রাম্প বলেন, আমার সঙ্গে কেউ তর্ক করতে পারবে না, তারা যে শুল্ক আরোপ করবে আমিও সেই পরিমাণ আরোপ করব!