বাংলাদেশে জমির মালিকানা হস্তান্তর প্রক্রিয়া সহজ ও স্বচ্ছ করতে চালু হয়েছে অনলাইন নামজারি (মিউটেশন) সেবা। land.gov.bd ওয়েবসাইটের মাধ্যমে নাগরিকরা এখন নিবন্ধন, প্রয়োজনীয় কাগজপত্র জমা ও ফি পরিশোধ করে নামজারি আবেদন করতে পারবেন। তিন ধরনের নামজারি রয়েছে—যৌথ মালিকানা, ভাগ করে একক মালিকানা এবং স্বয়ংক্রিয় নামজারি, যা বর্তমানে ২১টি উপজেলায় পরীক্ষামূলকভাবে চলছে। আবেদন যাচাই, শুনানি ও খতিয়ান প্রদানসহ পুরো প্রক্রিয়া অনলাইনে সম্পন্ন করা যায়। আবেদনকারীদের নিজস্ব মোবাইল নম্বর ব্যবহার ও নির্ধারিত ফি ছাড়া অতিরিক্ত অর্থ দাবি এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে। নামজারি আবেদন বাতিল হলে নির্দিষ্ট সময়ের মধ্যে আপিলের সুযোগ রয়েছে। এই উদ্যোগে ভূমি সংক্রান্ত জালিয়াতি, বিরোধ ও দালাল নির্ভরতা কমবে বলে আশা করা হচ্ছে।