Web Analytics

বাংলাদেশে জমির মালিকানা হস্তান্তর প্রক্রিয়া সহজ ও স্বচ্ছ করতে চালু হয়েছে অনলাইন নামজারি (মিউটেশন) সেবা। land.gov.bd ওয়েবসাইটের মাধ্যমে নাগরিকরা এখন নিবন্ধন, প্রয়োজনীয় কাগজপত্র জমা ও ফি পরিশোধ করে নামজারি আবেদন করতে পারবেন। তিন ধরনের নামজারি রয়েছে—যৌথ মালিকানা, ভাগ করে একক মালিকানা এবং স্বয়ংক্রিয় নামজারি, যা বর্তমানে ২১টি উপজেলায় পরীক্ষামূলকভাবে চলছে। আবেদন যাচাই, শুনানি ও খতিয়ান প্রদানসহ পুরো প্রক্রিয়া অনলাইনে সম্পন্ন করা যায়। আবেদনকারীদের নিজস্ব মোবাইল নম্বর ব্যবহার ও নির্ধারিত ফি ছাড়া অতিরিক্ত অর্থ দাবি এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে। নামজারি আবেদন বাতিল হলে নির্দিষ্ট সময়ের মধ্যে আপিলের সুযোগ রয়েছে। এই উদ্যোগে ভূমি সংক্রান্ত জালিয়াতি, বিরোধ ও দালাল নির্ভরতা কমবে বলে আশা করা হচ্ছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।