সোমবার দেশব্যাপী নানা আয়োজনে পালিত হয়েছে মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৪৯তম মৃত্যুবার্ষিকী। টাঙ্গাইলের সন্তোষে তার মাজারে পরিবার, মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভার আয়োজন করে। ভাসানী ফাউন্ডেশন ও খোদা-ই-খেদমতগারের উদ্যোগে চলছে সাত দিনব্যাপী ‘ভাসানী মেলা’। বিএনপি নেতৃত্বাধীন জাতীয় কমিটি দুই দিনের কর্মসূচি পালন করছে, যার মধ্যে রয়েছে ফাতেহা পাঠ, মাজার জিয়ারত ও আলোচনা সভা। বিপ্লবী ওয়ার্কার্স পার্টি ‘গণঅভ্যুত্থান-২৪ পরবর্তী সময় বাংলাদেশে মওলানা ভাসানীর প্রাসঙ্গিকতা’ শীর্ষক আলোচনা সভা আয়োজন করেছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভাসানীর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, তিনি নিপীড়িত মানুষের অধিকার ও স্বাধীনতার সংগ্রামে প্রেরণার উৎস। ন্যাপ নেতারা রাষ্ট্রীয়ভাবে অবহেলার সমালোচনা করে তার মৃত্যুবার্ষিকী রাষ্ট্রীয় মর্যাদায় পালনের দাবি জানান।