Web Analytics

সোমবার দেশব্যাপী নানা আয়োজনে পালিত হয়েছে মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৪৯তম মৃত্যুবার্ষিকী। টাঙ্গাইলের সন্তোষে তার মাজারে পরিবার, মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভার আয়োজন করে। ভাসানী ফাউন্ডেশন ও খোদা-ই-খেদমতগারের উদ্যোগে চলছে সাত দিনব্যাপী ‘ভাসানী মেলা’। বিএনপি নেতৃত্বাধীন জাতীয় কমিটি দুই দিনের কর্মসূচি পালন করছে, যার মধ্যে রয়েছে ফাতেহা পাঠ, মাজার জিয়ারত ও আলোচনা সভা। বিপ্লবী ওয়ার্কার্স পার্টি ‘গণঅভ্যুত্থান-২৪ পরবর্তী সময় বাংলাদেশে মওলানা ভাসানীর প্রাসঙ্গিকতা’ শীর্ষক আলোচনা সভা আয়োজন করেছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভাসানীর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, তিনি নিপীড়িত মানুষের অধিকার ও স্বাধীনতার সংগ্রামে প্রেরণার উৎস। ন্যাপ নেতারা রাষ্ট্রীয়ভাবে অবহেলার সমালোচনা করে তার মৃত্যুবার্ষিকী রাষ্ট্রীয় মর্যাদায় পালনের দাবি জানান।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।