ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র হোসেইন কেরমানপুর বলেছেন, গত ৬৫ ঘন্টায় ইরানে ইসরাইলি বিমান হামলায় ২৪৪ জন নিহত হয়েছেন। কেরমানপুর বলেছেন, নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে এবং ১,২৭৭ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আরও বলেন, হতাহতের ৯০ শতাংশেরও বেশি বেসামরিক নাগরিক। প্রসঙ্গত, গত ১৩ জুন ইরানে ইসরাইলের আকস্মিক হামলার পর পূর্ণমাত্রায় যুদ্ধ চলছে!