ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র হোসেইন কেরমানপুর বলেছেন, গত ৬৫ ঘন্টায় ইরানে ইসরাইলি বিমান হামলায় ২৪৪ জন নিহত হয়েছেন। কেরমানপুর বলেছেন, নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে এবং ১,২৭৭ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আরও বলেন, হতাহতের ৯০ শতাংশেরও বেশি বেসামরিক নাগরিক। প্রসঙ্গত, গত ১৩ জুন ইরানে ইসরাইলের আকস্মিক হামলার পর পূর্ণমাত্রায় যুদ্ধ চলছে!
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।