Web Analytics
২০২৬ সালের ৫ জানুয়ারি সোমবার ভোর ৪টা ৪৭ মিনিটে ৫.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে সিলেট ও বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চলের বেশ কয়েকটি জেলা। ইউরো-মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) ও অন্যান্য আন্তর্জাতিক সংস্থার তথ্যমতে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে। কম্পন অনুভূত হয়েছে বাংলাদেশ ছাড়াও ভারত, মিয়ানমার, ভুটান ও চীনের সীমান্তবর্তী এলাকায়।

ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল ভারতের আসাম রাজ্যের ধিং শহর থেকে প্রায় ৪ কিলোমিটার পশ্চিমে এবং গুয়াহাটি থেকে ৭৬ কিলোমিটার উত্তর-পূর্বে। সিলেট কেন্দ্রের কাছাকাছি হওয়ায় সেখানে কম্পন তীব্রভাবে অনুভূত হয়। সিলেট নগরীর জিন্দাবাজার, আম্বরখানা, টিলাগড়, শাহপরান, দক্ষিণ সুরমা, জৈন্তাপুর ও কোম্পানিগঞ্জ এলাকায়ও কম্পন টের পাওয়া যায়। তবে কোথাও কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

ভূমিকম্পের পর কোনো জরুরি সতর্কতা জারি করা হয়নি এবং পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানানো হয়েছে।

Card image

Related Videos

logo
No data found yet!