কক্সবাজারে রাজনৈতিক পর্ষদকে না জানিয়ে যাওয়ার কারণে শোকজ করার জবাবে এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ৫ আগস্ট আমার কোনো পূর্বনির্ধারিত রাষ্ট্রীয় বা সাংগঠনিক কর্মসূচি ছিল না। দল থেকেও জানানো হয়নি। ৪ আগস্ট রাতে হাসনাত আব্দুল্লাহর প্রস্তাবে তার স্কুল বন্ধুদের সাথে কক্সবাজার ভ্রমণে যাওয়ার সিদ্ধান্ত নিই। সফরসঙ্গী হিসেবে সস্ত্রীক সারজিস আলম ও তাসনিম জারা-খালেদ সাইফুল্লাহ দম্পতি যুক্ত হন। এছাড়া ভ্রমণ সম্পর্কে আহ্বায়ক ও সদস্য সচিবকেও অবগত করা হয়। তিনি জানান, এটি ছিল আত্মিক সফর, একান্তে চিন্তা ভাবনার প্রয়াস। তিনি বলেন, একজন রাজনৈতিক কর্মীর জন্য ভ্রমণ একটি দায়িত্বশীল মানসিক চর্চা।’ এই সময় তিনি পিটার হাস সংক্রান্ত গুজবের কথা উল্লেখ করেন, মিথ্যা ও অপপ্রচার বলে জানান। আরো বলেন, অতীতেও আমি বেশ কয়েকবার ঘুরতে গিয়েছি, কিন্তু ঘুরতে এলে দলের বিধিমালা লঙ্ঘন হয়, এমন কোনো বার্তা আমাকে কখনো দল থেকে দেওয়া হয়নি। শোকজ নোটিশটি বাস্তবভিত্তিক নয়। তবু আমি এই লিখিত জবাব প্রদান করছি। অসভ্য জগতে সভ্যতার এক নিদের্শন হিসেবে।’ শেষে বলেন, “আমার বক্তব্য স্পষ্ট : ‘ঘুরতে যাওয়া অপরাধ নয়।’ কারণ ইতিহাস কেবল মিটিংয়ে নয়, অনেক সময় নির্জন চিন্তার ঘরে বা সাগরের পাড়েও জন্ম নেয়।”