শোকজের জবাব দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী
সংগঠনকে না জানিয়ে কক্সবাজার সফরকে কেন্দ্র করে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীসহ পাঁচ নেতাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। ওই নোটিশে সফর সম্পর্কে ‘রাজনৈতিক পর্ষদ’কে পূর্বে কোনো তথ্য বা ব্যাখ্যা দেওয়া হয়নি বলে দাবি করা হয়। বুধবার বিকালে দেওয়া ওই নোটিশে উল্লেখ করা হয়, ২৪ ঘণ্টার মধ্যে আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের কাছে সশরীরে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দিতে হবে। নির্ধারিত সময় শেষ হওয়ার আগেই নোটিশের জবাব দিলেন মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।