ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসির দাবিতে বৃহস্পতিবার ঢাকায় বিক্ষোভ করেছেন বিএনপি-সমর্থিত আইনজীবীরা। জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ব্যানারে নিম্ন আদালত প্রাঙ্গণ থেকে শুরু হয়ে চিফ মেট্রোপলিটন ও মহানগর দায়রা জজ আদালত প্রদক্ষিণ শেষে আইনজীবী সমিতির সামনে মিছিলটি শেষ হয়। এতে কয়েকশ আইনজীবী অংশ নেন। সংগঠনের নেতারা সৈয়দ নজরুল ইসলাম ও নিহার হোসেন ফারুকসহ অন্যরা উপস্থিত ছিলেন। এ বিক্ষোভ এমন সময়ে হয় যখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ আগামী ১৭ নভেম্বর শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলার রায় ঘোষণার তারিখ নির্ধারণ করেছে। ট্রাইব্যুনেলটির নেতৃত্বে আছেন বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদার।
Related Videos
No data found yet!
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।