ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসির দাবিতে বৃহস্পতিবার ঢাকায় বিক্ষোভ করেছেন বিএনপি-সমর্থিত আইনজীবীরা। জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ব্যানারে নিম্ন আদালত প্রাঙ্গণ থেকে শুরু হয়ে চিফ মেট্রোপলিটন ও মহানগর দায়রা জজ আদালত প্রদক্ষিণ শেষে আইনজীবী সমিতির সামনে মিছিলটি শেষ হয়। এতে কয়েকশ আইনজীবী অংশ নেন। সংগঠনের নেতারা সৈয়দ নজরুল ইসলাম ও নিহার হোসেন ফারুকসহ অন্যরা উপস্থিত ছিলেন। এ বিক্ষোভ এমন সময়ে হয় যখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ আগামী ১৭ নভেম্বর শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলার রায় ঘোষণার তারিখ নির্ধারণ করেছে। ট্রাইব্যুনেলটির নেতৃত্বে আছেন বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদার।