আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মঙ্গলবার (২৫ নভেম্বর) রাজধানীর নির্বাচন ভবনে দেশীয় নির্বাচন পর্যবেক্ষক সংস্থাগুলোর প্রতিনিধিদের সঙ্গে দিনব্যাপী সংলাপে বসে নির্বাচন কমিশন (ইসি)। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন পর্যবেক্ষকদের সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচন নিশ্চিত করতে সহযোগী হিসেবে কাজ করার আহ্বান জানান। ইসি সূত্রে জানা যায়, সংলাপে সকাল ও বিকেল দুই পর্বে মোট ৮১টি পর্যবেক্ষক সংস্থা অংশ নেয়। ইসির চলমান সংলাপের অংশ হিসেবে এই বৈঠকে পর্যবেক্ষকদের মতামত ও পরামর্শ গ্রহণ করা হয়। সংলাপে অন্যান্য নির্বাচন কমিশনার ও ইসি সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। এর আগে ইসি রাজনৈতিক দল, শিক্ষাবিদ, নাগরিক সমাজ, সাংবাদিক ও নির্বাচন বিশেষজ্ঞদের সঙ্গে মতবিনিময় করেছে। সিইসি জানান, সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য সবার সহযোগিতা অপরিহার্য।