ভুয়া নথি দিয়ে ভারতীয় পাসপোর্ট তৈরির অভিযোগে ৬৯ জন বাংলাদেশি নাগরিকের বিরুদ্ধে ‘লুক আউট নোটিশ’ জারির আবেদন করেছে কলকাতা পুলিশ। যারা ভারতীয় পাসপোর্ট নিয়ে বিদেশে রয়েছেন। নোটিশ জারি হলে বিশ্বের যেকোনো দেশেই তারা থাকুক না কেন, অন্যদেশে যেতে পারবেন না। সেই দেশ ছাড়ার চেষ্টা করলে খবর চলে আসবে কলকাতা পুলিশের কাছে। ২০২৪ সালের শেষের দিকে ভবানীপুর থানায় বাংলাদেশি নাগরিকের ভুয়া নথি দিয়ে ভারতীয় পাসপোর্ট তৈরি করার অভিযোগ হয়। এরপরই তদন্ত করে গ্রেফতার করা হয় জেলার গোয়েন্দা দপ্তরের একজন অবসরপ্রাপ্ত কর্মকর্তা ও এক বাংলাদেশি নাগরিকসহ ১০ জনকে। ১২১টি জাল পাসপোর্ট তৈরির আবেদনের মধ্যে ৭৩টি পাসপোর্ট ডেলিভারি হয়ে গেছে। অন্তত ২০ জন সেই পাসপোর্ট নিয়ে বিদেশে চলে গিয়েছেন।
Related Videos
No data found yet!
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।