Web Analytics

ভুয়া নথি দিয়ে ভারতীয় পাসপোর্ট তৈরির অভিযোগে ৬৯ জন বাংলাদেশি নাগরিকের বিরুদ্ধে ‘লুক আউট নোটিশ’ জারির আবেদন করেছে কলকাতা পুলিশ। যারা ভারতীয় পাসপোর্ট নিয়ে বিদেশে রয়েছেন। নোটিশ জারি হলে বিশ্বের যেকোনো দেশেই তারা থাকুক না কেন, অন্যদেশে যেতে পারবেন না। সেই দেশ ছাড়ার চেষ্টা করলে খবর চলে আসবে কলকাতা পুলিশের কাছে। ২০২৪ সালের শেষের দিকে ভবানীপুর থানায় বাংলাদেশি নাগরিকের ভুয়া নথি দিয়ে ভারতীয় পাসপোর্ট তৈরি করার অভিযোগ হয়। এরপরই তদন্ত করে গ্রেফতার করা হয় জেলার গোয়েন্দা দপ্তরের একজন অবসরপ্রাপ্ত কর্মকর্তা ও এক বাংলাদেশি নাগরিকসহ ১০ জনকে। ১২১টি জাল পাসপোর্ট তৈরির আবেদনের মধ্যে ৭৩টি পাসপোর্ট ডেলিভারি হয়ে গেছে। অন্তত ২০ জন সেই পাসপোর্ট নিয়ে বিদেশে চলে গিয়েছেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

একনজর এর পরীক্ষামূলক বেটা সংস্করণ চলছে। যেকোন ভুল-ত্রুটি ক্ষমা সুন্দর চোখে দেখার এবং আমাদের উন্নতির জন্য গঠনমূলক মতামত দেয়ার অনুরোধ জানাচ্ছি।