জুলাইয়ের শুরু থেকে টানা বৃষ্টিতে যশোর জেলার ৩ হাজার হেক্টরের বেশি কৃষিজমির ফসল নষ্ট হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানিয়েছে, সবজি, আউশ-আমন ধান, পাট ও মরিচ চাষ ক্ষতির মুখে পড়েছে। নিচু জমিগুলোয় কয়েকদিন ধরে পানি জমে রয়েছে। প্রধান সবজি উৎপাদনকারী এলাকাগুলোর কৃষকেরা বড় ক্ষতির শঙ্কায় রয়েছেন। চুড়ামনকাটির চারা উৎপাদনের জমিগুলোও পানির নিচে। কর্মকর্তারা জানাচ্ছেন, বৃষ্টি না থামলে পচন ধরতে পারে, তবে কৃষকদের সহায়তা ও পরামর্শ প্রদান করা হবে বলে আশ্বাস দিয়েছেন তারা।