Web Analytics

জুলাইয়ের শুরু থেকে টানা বৃষ্টিতে যশোর জেলার ৩ হাজার হেক্টরের বেশি কৃষিজমির ফসল নষ্ট হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানিয়েছে, সবজি, আউশ-আমন ধান, পাট ও মরিচ চাষ ক্ষতির মুখে পড়েছে। নিচু জমিগুলোয় কয়েকদিন ধরে পানি জমে রয়েছে। প্রধান সবজি উৎপাদনকারী এলাকাগুলোর কৃষকেরা বড় ক্ষতির শঙ্কায় রয়েছেন। চুড়ামনকাটির চারা উৎপাদনের জমিগুলোও পানির নিচে। কর্মকর্তারা জানাচ্ছেন, বৃষ্টি না থামলে পচন ধরতে পারে, তবে কৃষকদের সহায়তা ও পরামর্শ প্রদান করা হবে বলে আশ্বাস দিয়েছেন তারা।

Card image

নিউজ সোর্স

টানা বৃষ্টিতে যশোরে ৩ হাজার হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত

চলতি মাসের শুরু থেকেই যশোরে প্রতিদিন কম-বেশি বৃষ্টিপাত হয়েছে। তবে এক সপ্তাহ ধরে শুরু হয় টানা বর্ষণ। এ সময়ে জেলায় ৩৫০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস। টানা বৃষ্টিতে কৃষকের কপালে দেখা দিয়েছে চিন্তার ভাঁজ। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য বলছে, টানা বৃষ্টিতে ৩ হাজার ১৯১ হেক্টর জমির ফসল আক্রান্ত হয়েছে। এসব ফসলের মধ্যে রয়েছে সবজি, আউশ, রোপা আমন, পাট ও মরিচ।