টানা বৃষ্টিতে যশোরে ৩ হাজার হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত
চলতি মাসের শুরু থেকেই যশোরে প্রতিদিন কম-বেশি বৃষ্টিপাত হয়েছে। তবে এক সপ্তাহ ধরে শুরু হয় টানা বর্ষণ। এ সময়ে জেলায় ৩৫০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস। টানা বৃষ্টিতে কৃষকের কপালে দেখা দিয়েছে চিন্তার ভাঁজ। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য বলছে, টানা বৃষ্টিতে ৩ হাজার ১৯১ হেক্টর জমির ফসল আক্রান্ত হয়েছে। এসব ফসলের মধ্যে রয়েছে সবজি, আউশ, রোপা আমন, পাট ও মরিচ।