গত বছরের করবৃদ্ধি বিরোধী আন্দোলনের বর্ষপূর্তিতে কেনিয়াজুড়ে সরকারবিরোধী বিক্ষোভ ভয়াবহ সংঘর্ষে রূপ নেয়। নাইরোবিসহ বিভিন্ন শহরে অন্তত ১৬ জন নিহত ও প্রায় ৪০০ জন আহত হন, যাদের বেশিরভাগই পুলিশের গুলিতে প্রাণ হারান। ব্যারিকেড উপেক্ষা করে বিক্ষোভকারীরা পতাকা ও প্ল্যাকার্ড হাতে প্রেসিডেন্ট উইলিয়াম রুটোর পদত্যাগ দাবি করেন। পুলিশ টিয়ারগ্যাস, জলকামান ও লাঠিচার্জ ব্যবহার করে তাদের ছত্রভঙ্গ করে। প্রতিবাদকারীরা পাল্টা পাথর ও বোতল ছোড়ে, এমনকি কিছু শহরে আদালত ভবনে আগুন ধরিয়ে দেয়। হাসপাতালে গুলিবিদ্ধ অবস্থায় বহুজন ভর্তি রয়েছেন।