আবারো উত্তাল কেনিয়া, সরকারবিরোধী বিক্ষোভে নিহত অন্তত ১৬
কেনিয়ায় সরকারবিরোধী আন্দোলনের স্মরণে আয়োজিত এক শান্তিপূর্ণ কর্মসূচি ভয়াবহ সংঘর্ষে রূপ নিয়েছে। বৃহস্পতিবার (২৬ জুন) রাজধানী নাইরোবিসহ বিভিন্ন শহরে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষে অন্তত ১৬ জন নিহত হয়েছেন এবং প্রায় ৪০০ জন আহত হয়েছেন। নিহতদের অধিকাংশই পুলিশের গুলিতে প্রাণ হারিয়েছেন বলে জানিয়েছে মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। খবর দ্য গার্ডিয়ান।