Web Analytics
প্রায় ২১ বছর পর আগামী রোববার, ২৫ জানুয়ারি ২০২৬ তারিখে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান চট্টগ্রাম সফরে আসছেন। তিনি নগরীর পলোগ্রাউন্ড মাঠে বিএনপি আয়োজিত মহাসমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন। এ উপলক্ষে নগরের ৪১টি ওয়ার্ডের বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল ও মহিলা দলের নেতাকর্মীরা শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত। প্রায় আড়াইশ শ্রমিক মঞ্চ নির্মাণ, মাইক ও সাউন্ড সিস্টেম স্থাপনসহ নানা কাজে যুক্ত রয়েছেন।

১০০ ফুট দৈর্ঘ্য ও ৬০ ফুট প্রস্থের বাঁশ ও কাঠের মঞ্চে স্টিলের সিঁড়ি তৈরি করা হয়েছে। নিরাপত্তা তিন স্তরে ভাগ করা হয়েছে—রেড, ইয়োলো ও গ্রিন জোনে। রেড জোনে থাকবেন কেন্দ্রীয় নেতারা ও চট্টগ্রামের ১৬টি আসনের প্রার্থী। আইনশৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলো নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে কাজ করছে। বিএনপি নেতারা জানিয়েছেন, প্রায় ১৫ লাখ মানুষের সমাগমের আশা করা হচ্ছে এবং তারেক রহমান ঐক্যের বার্তা দেবেন ও প্রার্থীদের পরিচয় করিয়ে দিতে পারেন।

তার আগমনকে ঘিরে চট্টগ্রামজুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। শহরের মোড়ে মোড়ে তারেক রহমানের ছবি সংবলিত ব্যানার-বিলবোর্ডে সাজানো হয়েছে, আর নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস বিরাজ করছে।

Card image

Related Videos

logo
No data found yet!