প্রায় ২১ বছর পর আগামী রোববার, ২৫ জানুয়ারি ২০২৬ তারিখে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান চট্টগ্রাম সফরে আসছেন। তিনি নগরীর পলোগ্রাউন্ড মাঠে বিএনপি আয়োজিত মহাসমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন। এ উপলক্ষে নগরের ৪১টি ওয়ার্ডের বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল ও মহিলা দলের নেতাকর্মীরা শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত। প্রায় আড়াইশ শ্রমিক মঞ্চ নির্মাণ, মাইক ও সাউন্ড সিস্টেম স্থাপনসহ নানা কাজে যুক্ত রয়েছেন।
১০০ ফুট দৈর্ঘ্য ও ৬০ ফুট প্রস্থের বাঁশ ও কাঠের মঞ্চে স্টিলের সিঁড়ি তৈরি করা হয়েছে। নিরাপত্তা তিন স্তরে ভাগ করা হয়েছে—রেড, ইয়োলো ও গ্রিন জোনে। রেড জোনে থাকবেন কেন্দ্রীয় নেতারা ও চট্টগ্রামের ১৬টি আসনের প্রার্থী। আইনশৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলো নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে কাজ করছে। বিএনপি নেতারা জানিয়েছেন, প্রায় ১৫ লাখ মানুষের সমাগমের আশা করা হচ্ছে এবং তারেক রহমান ঐক্যের বার্তা দেবেন ও প্রার্থীদের পরিচয় করিয়ে দিতে পারেন।
তার আগমনকে ঘিরে চট্টগ্রামজুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। শহরের মোড়ে মোড়ে তারেক রহমানের ছবি সংবলিত ব্যানার-বিলবোর্ডে সাজানো হয়েছে, আর নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস বিরাজ করছে।