ইমরান খান কারও কাছে ক্ষমা চাইবেন না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন পিটিআই মহাসচিব সালমান আকরাম রাজা। তিনি বলেন, পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ, পাকিস্তান পিপলস পার্টিও মুত্তাহিদা কওমি মুভমেন্টের সঙ্গে সংলাপের কোনো সম্ভাবনা নেই। জামিয়তে উলেমা-ই-ইসলাম এবং সিন্ধুর রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা একটি বৃহৎ বিরোধী জোট গঠনের বিষয়ে। সম্প্রতি পিএমএল-এন নেতা আইএসপিআর মহাপরিচালকের বক্তব্যের বরাত দিয়ে বলেন, পিটিআই যদি রাজনৈতিকভাবে সামনে এগোতে চায়, তাহলে তাদেরকে ৯ মে-র ঘটনার জন্য আন্তরিকভাবে ক্ষমা চাইতে হবে। আকরাম রাজা জানান, যারা কারাগারে ইমরান খানের সঙ্গে দেখা করবেন, তারা বাইরে এসে রাজনৈতিক বক্তব্য দিতে পারবেন না, এমন শর্ত দেওয়া হয়েছে।