সিইসির সঙ্গে বৈঠক শেষে সাখাওয়াত হোসেন রাজী বলেন, সংস্কার শেষে যত দ্রুত নির্বাচন দেওয়া সম্ভব, আমরা আশা করছি সরকার বা ইসি তা আয়োজন করবে। প্রকৃত সংস্কার বলতে যেটা বোঝায় নির্বাচিত সরকারই করবে। রাজী বলেন, ১৬ বছর যত ধরনের আবর্জনা সৃষ্টি হয়েছে, সেগুলো দূর করতে হবে। তাহলেই প্রকৃত নির্বাচন হবে। যারা ডিসেম্বর বলছেন, আমরা দেখছি প্রধান উপদেষ্টা ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচনের কথা বলেছেন। এতে খুব বেশি দেরি দেখছি না। জুন আর ডিসেম্বরের ব্যবধান খুব বেশি নয়। কাছাকাছি সময়। তবে সংস্কার করতে হবে।