শনিবার সন্ধ্যায় জাতীয় নাগরিক কমিটির সঙ্গে মতবিনিময় সভা করেছেন সামরিক বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তারা। বক্তব্যে সাবেক এক সেনা কর্মকর্তা বলেন, অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের পরিবারগুলোতে ১ কোটির বেশি ভোটার রয়েছেন। আগামী নির্বাচনে এই ১ কোটি ভোটার আমাদের রিজার্ভ হিসাবে থাকবে। ইতোমধ্যেই আমরা 'জানাক'র সঙ্গে এই বিষয়ে একমত হয়েছি। বিএনপিরও অনেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, আগামীর ব্যালট পেপার সামনে রেখে আমাদের ঐক্যবদ্ধ হয়ে লড়াই করতে হবে। তিনি ছাত্র সংগঠনগুলোকে বলেন, ধীরে চলুন। না হলে আপনাদের অবস্থা ছাত্রলীগের মতো হবে। সারজিস আলম সাবেক সেনাকর্মকর্তাদের যেখানেই অন্যায় অবিচার হবে সেখানেই প্রতিবাদ করার আহ্বান জানান।