Web Analytics

শনিবার সন্ধ্যায় জাতীয় নাগরিক কমিটির সঙ্গে মতবিনিময় সভা করেছেন সামরিক বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তারা। বক্তব্যে সাবেক এক সেনা কর্মকর্তা বলেন, অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের পরিবারগুলোতে ১ কোটির বেশি ভোটার রয়েছেন। আগামী নির্বাচনে এই ১ কোটি ভোটার আমাদের রিজার্ভ হিসাবে থাকবে। ইতোমধ্যেই আমরা 'জানাক'র সঙ্গে এই বিষয়ে একমত হয়েছি। বিএনপিরও অনেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, আগামীর ব্যালট পেপার সামনে রেখে আমাদের ঐক্যবদ্ধ হয়ে লড়াই করতে হবে। তিনি ছাত্র সংগঠনগুলোকে বলেন, ধীরে চলুন। না হলে আপনাদের অবস্থা ছাত্রলীগের মতো হবে। সারজিস আলম সাবেক সেনাকর্মকর্তাদের যেখানেই অন্যায় অবিচার হবে সেখানেই প্রতিবাদ করার আহ্বান জানান।

Card image

নিউজ সোর্স

আগামীর ব্যালট পেপার সামনে রেখে ঐক্যবদ্ধ হতে হবে

জাতীয় নাগরিক কমিটির সঙ্গে মতবিনিময় সভা করেছেন সামরিক বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তারা। শনিবার সন্ধ্যায় বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের সেলিব্রেটি হলে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। নতুন বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে এ মতবিনিময় সভার আয়োজন করেন সাবেক সামরিক কর্মকর্তারা।


একনজর এর পরীক্ষামূলক বেটা সংস্করণ চলছে। যেকোন ভুল-ত্রুটি ক্ষমা সুন্দর চোখে দেখার এবং আমাদের উন্নতির জন্য গঠনমূলক মতামত দেয়ার অনুরোধ জানাচ্ছি।