জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, আধিপত্য, বৈষম্য ও ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াইয়ে নতুন সংবিধান ও মৌলিক সংস্কার প্রয়োজন। মাগুরায় এক পথসভায় তিনি বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের পরও নতুন সংবিধান না থাকায় চলমান সংকট কাটছে না। তিনি চাঁদাবাজি, সন্ত্রাস ও দখলদারত্বের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান এবং শহীদদের রক্তের মর্যাদা রক্ষার ওপর জোর দেন। সভাটি “জুলাই পদযাত্রা”র অংশ হিসেবে শহরের গুরুত্বপূর্ণ মোড়গুলো ঘুরে শেষ হয়।