পদযাত্রায় নাহিদ ইসলাম : মৌলিক সংস্কারের সঙ্গে প্রয়োজন নতুন সংবিধান
বাংলাদেশপন্থী রাজনীতির জন্য দেশে নতুন সংবিধান প্রয়োজন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেছেন, ‘যেকোনো দেশের আধিপত্য ও আগ্রাসনের বিরুদ্ধে, বাংলাদেশপন্থী একটি রাজনীতি দাঁড় করাতে হবে। আমাদের দেশে যে সংকটগুলো চলমান আছে, গণ-অভ্যুত্থানের পরও আমরা নতুন সংবিধানের অভাবে সে সমস্যার সমাধান করতে পারছি না।’ মাগুরা শহরের ভায়না মোড়ে গতকাল বিকালে আয়োজিত এক পথসভায় নাহিদ এ কথা বলেন।