Web Analytics
জাবি'তে বিভিন্ন প্রজাতির টিয়া, ঘুঘু, ভুবনচিল, কচ্ছপসহ নানা ধরনের বন্য প্রাণী অবমুক্ত করা হয়েছে। প্রাণীগুলো হলো ৪২টি টিয়া, ৪টি হরিয়াল ঘুঘু, ৭টি ভুবনচিল, ২টি কালিম ও কয়েকটি কচ্ছপ। বৃহস্পতিবার বোটানিক্যাল গার্ডেন এলাকায় এই প্রাণীগুলো অবমুক্ত করে বন্য প্রাণীসংক্রান্ত অপরাধ দমন ইউনিট। ইউনিট জানায়, সাভারের নামাবাজার থেকে টিয়াগুলো উদ্ধার করা হয়েছে। অন্য প্রাণীগুলো বিভিন্ন সময়ে অসুস্থ অবস্থায় উদ্ধার করে সুস্থ করা হয়। ইউনিটের পরিদর্শক অসীম মল্লিক বলেন, নিয়মিত অভিযান চালিয়ে বন্য প্রাণী বেচাকেনা করা অসাধু ব্যবসায়ীদের শাস্তির আওতায় আনা হচ্ছে এবং সচেতনতা তৈরি করা হচ্ছে। তরুণ বন্যপ্রাণী গবেষক জোহরা মিলা জানান, বন্যপ্রাণী আইন-২০১২ অনুযায়ী প্রাণী নিধনের সর্বোচ্চ শাস্তি এক বছর জেল, এক লাখ টাকা জরিমানা বা উভয় দণ্ডও হতে পারে।

Card image

Related Videos

logo
No data found yet!