রোববার গভীর রাতে কুড়িগ্রাম বাঁশজানি সীমান্তের শূন্যরেখায় সিসি ক্যামেরা সেট করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)! এই ঘটনায় কড়া প্রতিবাদ জানিয়েছে বিজিবি। সোমবার ভোরে স্থানীয় মুসুল্লিরা ফজরের নামাজের পর দেখতে পান বাংলাদেশের দিকে তাক করে রাখা হয়েছে সিসি ক্যামেরা। বিষয়টি বিজিবিকে জানালে বিএসএফকে ডেকে টানা দেড়ঘন্টা আলোচনা করে সিসি ক্যামেরা দ্রুত অপসারণ করতে বলেন। এ নিয়ে বিএসএফ-বিজিবি একাধিক আলোচনা হলেও সন্ধ্যা পর্যন্ত ক্যামেরা খুলে নেয়নি বিএসএফ। স্থানীয়রা জানান, দুই দেশের সীমান্তে স্থাপিত মসজিদের পুনঃনির্মাণ কাজ চলছে। এটাকে ঘিরে সিসি ক্যামেরা তাক করায় নিরাপত্তাহীনতায় ভুগছেন তারা!
Related Videos
No data found yet!
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।