ভুরুঙ্গামারী সীমান্তে বিএসএফের সিসি ক্যামেরা স্থাপন, বিজিবির প্রতিবাদ
কুড়িগ্রামের দক্ষিণ বাঁশজানী সীমান্তে শূন্যরেখায় গভীর রাতে সিসি ক্যামেরা স্থাপন করেছে ভারতীয় বিএসএফ। এ ঘটনায় কড়া প্রতিবাদ জানিয়েছে বিজিবি।
রোববার গভীর রাতে কুড়িগ্রাম বাঁশজানি সীমান্তের শূন্যরেখায় সিসি ক্যামেরা সেট করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)! এই ঘটনায় কড়া প্রতিবাদ জানিয়েছে বিজিবি। সোমবার ভোরে স্থানীয় মুসুল্লিরা ফজরের নামাজের পর দেখতে পান বাংলাদেশের দিকে তাক করে রাখা হয়েছে সিসি ক্যামেরা। বিষয়টি বিজিবিকে জানালে বিএসএফকে ডেকে টানা দেড়ঘন্টা আলোচনা করে সিসি ক্যামেরা দ্রুত অপসারণ করতে বলেন। এ নিয়ে বিএসএফ-বিজিবি একাধিক আলোচনা হলেও সন্ধ্যা পর্যন্ত ক্যামেরা খুলে নেয়নি বিএসএফ। স্থানীয়রা জানান, দুই দেশের সীমান্তে স্থাপিত মসজিদের পুনঃনির্মাণ কাজ চলছে। এটাকে ঘিরে সিসি ক্যামেরা তাক করায় নিরাপত্তাহীনতায় ভুগছেন তারা!
কুড়িগ্রামের দক্ষিণ বাঁশজানী সীমান্তে শূন্যরেখায় গভীর রাতে সিসি ক্যামেরা স্থাপন করেছে ভারতীয় বিএসএফ। এ ঘটনায় কড়া প্রতিবাদ জানিয়েছে বিজিবি।
একনজর এর পরীক্ষামূলক বেটা সংস্করণ চলছে। যেকোন ভুল-ত্রুটি ক্ষমা সুন্দর চোখে দেখার এবং আমাদের উন্নতির জন্য গঠনমূলক মতামত দেয়ার অনুরোধ জানাচ্ছি।