জোট সরকারের পতনের সাড়ে তিন মাস পর নতুন করে নির্বাচন হতে যাচ্ছে জার্মানিতে। জার্মানির ২১তম পার্লামেন্ট নির্বাচনের দিকে তাকিয়ে আছে পুরো বিশ্ব। দীর্ঘ রাজনৈতিক অস্থিতিশীলতা ও অর্থনৈতিক সংকট দূর হবে বলে আশা করা হচ্ছে। আশঙ্কা আছে ডানপন্থী এএফডির উত্থান নিয়েও। দলটি এবার ২০% এর মতো ভোট পেলে ৬৩০ আসনের পার্লামেন্টে ১৫০ আসন পেয়ে যাবে। যুক্তরাষ্ট্রও তাদের সমর্থন করেছে। এতে এদের প্রভাব জার্মান নীতিতে বাড়তে পারে। রোববারের ভোটে একক সংখ্যাগরিষ্ঠতার সম্ভাবনা কম, এএফডির সঙ্গে জোটও নাকচ করে দেওয়া হয়েছে। এক্ষেত্রে সরকার গঠনে সময় লাগতে পারে। পুরো ইউরোপ এবং ইউক্রেন যুদ্ধাবস্থাও তাকিয়ে আছে দেশটির নির্বাচনের দিকে, সম্ভাব্য পরিবর্তন নিয়ে।