জার্মানিতে কট্টর ডানপন্থিদের উত্থানে শঙ্কা
জোট সরকারের পতনের সাড়ে তিন মাস পর নতুন করে নির্বাচন হতে যাচ্ছে জার্মানিতে। দেশটির পার্লামেন্টের ২১তম নির্বাচন আজ। জার্মানির নির্বাচন নিয়ে খুব একটা মাথা ঘামাতে দেখা না গেলেও এবারের জাতীয় নির্বাচনের দিকে তাকিয়ে আছে পুরো বিশ্ব। বিশেষ করে গোটা ইউরোপের নজর এখন ভোটের ফলের দিকে। দীর্ঘ রাজনৈতিক অস্থিরতা ও অর্থনৈতিক সংকটের পর এ নির্বাচন দেশটিতে স্থিতিশীলতা ফিরিয়ে আনবে বলে আশা করা হচ্ছে। তবে এবার কট্টর ডানপন্থি দল অল্টারনেটিভ ফর জার্মানির (এএফডি) উত্থান নিয়েও বাড়ছে শঙ্কা। বিবিসি, দ্য গার্ডিয়ান, আনাদোলু।