সাবেক পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের বোন আলিমা খান বলেন, ‘আমরা বিচারকদের সঙ্গে সংহতি প্রকাশ করছি, কিন্তু তাও যথেষ্ট বলে মনে হচ্ছে না। মনে হচ্ছে পিটিআই প্রতিষ্ঠাতাকে আরও কয়েক মাস কারাগারে রাখার পরিকল্পনা করা হয়েছে।’ আলিমা খান বলেন, ‘ইমরানের সাজা স্থগিত করার জন্য আপিলের শুনানি এখন ২৬ জুন নির্ধারণ করা হয়েছে। তারা আমাদের বারবার বলছিলেন যে পরের সপ্তাহে আমাদের পরবর্তী তারিখ জানানো হবে, কিন্তু আমরা স্পষ্ট করে দিয়েছি যে শুনানির তারিখ না পাওয়া পর্যন্ত আমরা যাব না।’ তিনি বলেন, ‘ইমরান আন্দোলনের প্রস্তুতি নিয়ে সন্তুষ্ট। এই আন্দোলন আর থামানো যাবে না।’ আলিমা বলেন, ‘ ইমরান জনগণকে ইসলামাবাদে ডাকবেন না। পিটিআই প্রতিষ্ঠাতা বলেছেন যে এই আন্দোলন পুরো পাকিস্তান জুড়ে শুরু করা হবে।’