ইমরান খানের মুক্তি নিয়ে যা বললেন বোন আলিমা খান
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) পার্টির প্রতিষ্ঠাতা ইমরান খানের শিগগিরই মুক্তির সম্ভাবনা দেখছেন না তার বোন আলিমা খান। সেইসঙ্গে কীভাবে ইমরানের মুক্তি নিশ্চিত করা হয় তার জন্য দলীয় নেতৃত্বকেও সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।