অভিযোগ উঠেছে, গত ৩১ মে লক্ষ্মীপুরের রায়পুরে এইচএসসি পরীক্ষার্থী খাদিজা আক্তার রিপাকে দিনদুপুরেই অপহরণ করেছে একটি চক্র। ঘটনার ১২ দিন পার হতে চললেও অপহরণকারীরা এখনো আটক হয়নি, স্থানীয় কাজিসহ ৬ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দিলেও তা নিচ্ছে না পুলিশ। অভিযুক্তরা হলেন- রায়পুর পৌরসভার ১নং ওয়ার্ডের পূর্বলাচ গ্রামের শাহ আলমসহ তার ছেলে সাইফুল ইসলাম, মো. শাকিল, শাহাদাত হোসেন, মো. শামিম ও কাজি মো. হুমায়ুন। ওসি নিজাম উদ্দিন ভুইয়া জানান, কলেজছাত্রী রিপার মায়ের অভিযোগ সঠিক নয়। মেয়েটির ওই ছেলের সাথে প্রেমের সম্পর্ক এবং তারা নিজেরা বিয়েও করে ফেলেছে।