অভিযোগ উঠেছে, গত ৩১ মে লক্ষ্মীপুরের রায়পুরে এইচএসসি পরীক্ষার্থী খাদিজা আক্তার রিপাকে দিনদুপুরেই অপহরণ করেছে একটি চক্র। ঘটনার ১২ দিন পার হতে চললেও অপহরণকারীরা এখনো আটক হয়নি, স্থানীয় কাজিসহ ৬ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দিলেও তা নিচ্ছে না পুলিশ। অভিযুক্তরা হলেন- রায়পুর পৌরসভার ১নং ওয়ার্ডের পূর্বলাচ গ্রামের শাহ আলমসহ তার ছেলে সাইফুল ইসলাম, মো. শাকিল, শাহাদাত হোসেন, মো. শামিম ও কাজি মো. হুমায়ুন। ওসি নিজাম উদ্দিন ভুইয়া জানান, কলেজছাত্রী রিপার মায়ের অভিযোগ সঠিক নয়। মেয়েটির ওই ছেলের সাথে প্রেমের সম্পর্ক এবং তারা নিজেরা বিয়েও করে ফেলেছে।
লক্ষ্মীপুরের রায়পুরে এক এইচএসসি পরীক্ষার্থীকে দিনদুপুরেই অপহরণ করেছে একটি চক্র। ঘটনার ১২ দিন পার হতে চললেও অপহরণকারীরা এখনো আটক হয়নি। তবে পুলিশ বলছে, প্রেমিকের সাথে গিয়েছে, বিয়েও হয়েছে।