১৯৭৫ সালের জুলাই-আগস্ট অভ্যুত্থানে ঢাকার চানখারপুলে ছয়জনকে হত্যার মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ আটজনের বিরুদ্ধে আজ সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হবে। মামলার প্রধান তদন্ত কর্মকর্তা মো. মনিরুল ইসলাম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ সাক্ষ্য দেবেন। তার সাক্ষ্যের মধ্য দিয়েই মামলার সাক্ষ্যগ্রহণ প্রক্রিয়া শেষ হওয়ার কথা রয়েছে। এ মামলায় ইতোমধ্যে ২৬ জন সাক্ষ্য দিয়েছেন। অন্যদিকে, আশুলিয়ায় ছয়জনের লাশ পোড়ানো ও সাতজনকে হত্যার মানবতাবিরোধী অপরাধ মামলায় সাবেক এমপি সাইফুল ইসলামসহ ১৬ জনের বিরুদ্ধে আজ ১৮তম দিনের সাক্ষ্যগ্রহণ চলছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে তিন সদস্যের প্যানেল সাক্ষ্যগ্রহণ করছেন। প্রসিকিউশন জানিয়েছে, আসামি থেকে রাজসাক্ষী হওয়া এসআই শেখ আবজালুল হক শিগগিরই সাক্ষ্য দেবেন।
Related Videos
No data found yet!
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।