১৯৭৫ সালের জুলাই-আগস্ট অভ্যুত্থানে ঢাকার চানখারপুলে ছয়জনকে হত্যার মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ আটজনের বিরুদ্ধে আজ সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হবে। মামলার প্রধান তদন্ত কর্মকর্তা মো. মনিরুল ইসলাম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ সাক্ষ্য দেবেন। তার সাক্ষ্যের মধ্য দিয়েই মামলার সাক্ষ্যগ্রহণ প্রক্রিয়া শেষ হওয়ার কথা রয়েছে। এ মামলায় ইতোমধ্যে ২৬ জন সাক্ষ্য দিয়েছেন। অন্যদিকে, আশুলিয়ায় ছয়জনের লাশ পোড়ানো ও সাতজনকে হত্যার মানবতাবিরোধী অপরাধ মামলায় সাবেক এমপি সাইফুল ইসলামসহ ১৬ জনের বিরুদ্ধে আজ ১৮তম দিনের সাক্ষ্যগ্রহণ চলছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে তিন সদস্যের প্যানেল সাক্ষ্যগ্রহণ করছেন। প্রসিকিউশন জানিয়েছে, আসামি থেকে রাজসাক্ষী হওয়া এসআই শেখ আবজালুল হক শিগগিরই সাক্ষ্য দেবেন।