Web Analytics
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনুসের সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক সভায় হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) অবকাঠামো উন্নয়ন ও আধুনিকায়নের জন্য ৫৭৬ কোটি ৯০ লক্ষ টাকার প্রকল্প অনুমোদন করা হয়েছে। ২০২৫–২৬ অর্থবছরের জন্য অনুমোদিত এই প্রকল্পের মাধ্যমে একাডেমিক, প্রশাসনিক ও গবেষণা অবকাঠামো উন্নয়নের পাশাপাশি প্রযুক্তিনির্ভর শিক্ষা পরিবেশ গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক প্রফেসর ড. মনিরুজ্জামান বাহাদুর জানান, প্রকল্পের আওতায় ১২ তলা একাডেমিক ভবন, ছাত্র-ছাত্রী হল, শিক্ষক-কর্মকর্তা আবাসন, প্রশাসনিক ভবনের সম্প্রসারণ, মেডিকেল সেন্টারের সম্প্রসারণ এবং আধুনিক জিমনেসিয়াম নির্মাণ করা হবে। এছাড়া অভ্যন্তরীণ সড়ক, ড্রেনেজ, সাব-স্টেশন ও পানি সরবরাহ ব্যবস্থার উন্নয়নও অন্তর্ভুক্ত।

প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা কার্যক্রম আরও গতিশীল হবে এবং আবাসন সংকট নিরসনের পাশাপাশি আন্তর্জাতিক মানের শিক্ষা পরিবেশ গড়ে উঠবে বলে আশা করা হচ্ছে।

Card image

Related Videos

logo
No data found yet!