Web Analytics

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনুসের সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক সভায় হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) অবকাঠামো উন্নয়ন ও আধুনিকায়নের জন্য ৫৭৬ কোটি ৯০ লক্ষ টাকার প্রকল্প অনুমোদন করা হয়েছে। ২০২৫–২৬ অর্থবছরের জন্য অনুমোদিত এই প্রকল্পের মাধ্যমে একাডেমিক, প্রশাসনিক ও গবেষণা অবকাঠামো উন্নয়নের পাশাপাশি প্রযুক্তিনির্ভর শিক্ষা পরিবেশ গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক প্রফেসর ড. মনিরুজ্জামান বাহাদুর জানান, প্রকল্পের আওতায় ১২ তলা একাডেমিক ভবন, ছাত্র-ছাত্রী হল, শিক্ষক-কর্মকর্তা আবাসন, প্রশাসনিক ভবনের সম্প্রসারণ, মেডিকেল সেন্টারের সম্প্রসারণ এবং আধুনিক জিমনেসিয়াম নির্মাণ করা হবে। এছাড়া অভ্যন্তরীণ সড়ক, ড্রেনেজ, সাব-স্টেশন ও পানি সরবরাহ ব্যবস্থার উন্নয়নও অন্তর্ভুক্ত।

প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা কার্যক্রম আরও গতিশীল হবে এবং আবাসন সংকট নিরসনের পাশাপাশি আন্তর্জাতিক মানের শিক্ষা পরিবেশ গড়ে উঠবে বলে আশা করা হচ্ছে।

23 Dec 25 1NOJOR.COM

হাবিপ্রবির আধুনিকায়নে একনেকের ৫৭৬ কোটি টাকার প্রকল্প অনুমোদন

Person of Interest

logo
No data found yet!