জনগণের দাবির পরেও, এমনকি হাইকোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও, শেখ হাসিনা সরকারের সময় "বিশেষ বিবেচনায়" বিতর্কিতভাবে প্লট পাওয়া প্রভাবশালীদের বরাদ্দ বাতিল করেনি রাজউক। আমলা, রাজনীতিক, সাংবাদিক ও একাডেমিকরা এই সুবিধা পান। পূর্বাচল ও ঝিলমিল প্রকল্পে অনিয়ম উঠে এসেছে তদন্তে। দুদকের মামলা ও বিশেষজ্ঞদের সমালোচনায় রাজনৈতিক সুবিধাভোগের বিষয়টি স্পষ্ট হয়েছে। বিশ্লেষকরা এসব বরাদ্দ দ্রুত বাতিল করে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন, যেন নগর পরিকল্পনা ও জবাবদিহিতা নিশ্চিত করা যায়।