Web Analytics

জনগণের দাবির পরেও, এমনকি হাইকোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও, শেখ হাসিনা সরকারের সময় "বিশেষ বিবেচনায়" বিতর্কিতভাবে প্লট পাওয়া প্রভাবশালীদের বরাদ্দ বাতিল করেনি রাজউক। আমলা, রাজনীতিক, সাংবাদিক ও একাডেমিকরা এই সুবিধা পান। পূর্বাচল ও ঝিলমিল প্রকল্পে অনিয়ম উঠে এসেছে তদন্তে। দুদকের মামলা ও বিশেষজ্ঞদের সমালোচনায় রাজনৈতিক সুবিধাভোগের বিষয়টি স্পষ্ট হয়েছে। বিশ্লেষকরা এসব বরাদ্দ দ্রুত বাতিল করে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন, যেন নগর পরিকল্পনা ও জবাবদিহিতা নিশ্চিত করা যায়।

21 Jul 25 1NOJOR.COM

জনগণের দাবির পরেও বাতিল হয়নি হাসিনা সরকারের বিতর্কিত প্লট বরাদ্দ

নিউজ সোর্স

পূর্বাচল-ঝিলমিল-উত্তরা আবাসন প্রকল্প : বিশেষ বিবেচনায় বরাদ্দ দেয়া বিতর্কিতদের প্লট বাতিল করেনি রাজউক

আওয়ামী লীগ সরকার পতনের পর প্রকাশ্যে আসতে শুরু করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কর্তৃত্ববাদী শাসন টিকিয়ে রাখার ক্ষেত্রে তার সহযোগীদের নাম-পরিচয়। দলীয় নেতাকর্মীদের পাশাপাশি এ তালিকায় উঠে আসে প্রভাবশালী আমলা, প্রশাসনিক কর্মকর্তা, শিক্ষাবিদ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও বেশকিছু গণমাধ্যমকর্মীর নাম; যারা মূলত ক্ষমতাসীনদের স্বার্থ রক্ষায় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ভূমিকা রাখেন। এর স্বীকৃতিস্বরূপ রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) ও জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের বিভিন্ন প্রকল্পে তারা পান প্লট কিংবা ফ্ল্যাট বরাদ্দ। শেখ হাসিনা সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর এসব সম্পদের বরাদ্দ বাতিলের দাবি ওঠে। কিন্তু এক বছর হতে চললেও বাতিল করা হয়নি বিশেষ বিবেচনায় বরাদ্দ পাওয়া বিতর্কিতদের প্লট।